Jio, Airtel এর রিচার্জ প্ল্যানের দাম বাড়লো, লাভ করলো BSNL

রিচার্জ প্ল্যানের দাম

জুলাই মাসের শুরুতেই Jio, Airtel, VI এর রিচার্জ প্ল্যানের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। এই তিনটি টেলিকম সংস্থাই তাদের ট্যারিফ প্রায় 25 শতাংশ বাড়িয়েছে।

বেসরকারি টেলিকম সংস্থাগুলির ট্যারিফ বেড়ে যাওয়ায় অনেকই এখন দেশের একমাত্র সরকারি টেলিকম BSNL এ নম্বর পোর্ট করার কথা ভাবছেন। BSNL এর রিচার্জ প্ল্যানগুলির দাম যেহেতু অন্যান্য টেলিকম সংস্থাগুলির থেকে তুলনামূলক ভাবে অনেক কম তাই স্বাভাবিকভাবেই বর্তমানে BSNL এর গ্রাহকসংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

রিচার্জ প্ল্যানের দাম বাড়লো
Pin it

28 দিনের রিচার্জ প্ল্যানের তুলনা

Jio এর 28 দিনের ভ্যালিডিটি সহ 299 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে Airtel এর 28 দিনের ভ্যালিডিটি যুক্ত 299 টাকার প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে।

28 দিনের রিচার্জ প্ল্যান
Pin it

Vi এর 28 দিনের ভ্যালিডিটি যুক্ত 299 টাকার প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100 টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে।

এক্ষেত্রে সবথেকে কম খরচে বেশি সুবিধা দিচ্ছে BSNL, সরকারি টেলিকম সংস্থার 30 দিনের ভ্যালিডিটি যুক্ত 199 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডেটার পাশাপাশি আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা পাওয়া যাচ্ছে।

365 দিনের রিচার্জ প্ল্যানের তুলনা

Jio এর 365 দিনের ভ্যালিডিটি যুক্ত 3599 টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 2.5GB ডেটা, আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে।

অন্যদিকে Airtel এর 365 দিনের ভ্যালিডিটি যুক্ত 3599 টাকার প্ল্যানে প্রতিদিন 2GB ডেটা দেওয়া হচ্ছে। এছাড়াও এই প্ল্যানে আনলিমিটেড ভয়েস কল এবং প্রতিদিন 100 টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে।

কম খরচে বেশি সুবিধা দিচ্ছে BSNL
Pin it

Vi এর 365 দিনের ভ্যালিডিটি যুক্ত 3599 টাকার রিচার্জ প্ল্যানে মোট 850GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100 টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে।

BSNL এর 365 দিনের ভ্যালিডিটি যুক্ত 1999 টাকার রিচার্জ প্ল্যানে মোট 600GB ডেটা এবং আনলিমিটেড ভয়েস কলের পাশাপাশি প্রতিদিন 100 টি SMS এর সুবিধা দেওয়া হচ্ছে। দামের দিক থেকে বিচার করলে এই প্ল্যানটি সবথেকে সাশ্রয়ী ও লাভজনক।

Recent Posts