তাহলে কি লন্ডনেই পাকাপাকি ভাবে থাকবেন বিরাট অনুষ্কা? সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা  

লন্ডনেই পাকাপাকি ভাবে থাকবেন বিরাট অনুষ্কা?

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যাচ্ছে বিরাট নাকি দেশ ছাড়ছেন! বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা তাদের দুই সন্তানকে নিয়ে পাকাপাকি ভাবে লন্ডনে থাকার পরিকল্পনা করছেন বলে অনুমান অনেকের৷ কিং কোহলির দেশ ছেড়ে বিদেশে পাড়ি দেওয়ার গুঞ্জনটা কিন্তু এমনি এমনি শুরু হয়নি। 

সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারতীয় ক্রিকেট টিম। 

তারপর দিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করে ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেলিব্রেশনে মেতে ওঠে টিম ইন্ডিয়া। সেলিব্রেশনের পর মুম্বই বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা হন কোহলি। বর্তমানে স্ত্রী অনুষ্কা এবং দুই সন্তানের সঙ্গে লন্ডনে ছুটি কাটাচ্ছেন তিনি। 

বিরাট অনুষ্কা

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনুষ্কা ও বিরাটের একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তাদের ইস্কন মন্দিরে ঢুকতে এবং পাশাপাশি চেয়ারে বসে কীর্তন শুনতে দেখা যায়। অনেকে দাবি করেছেন যে বিশ্বকাপ জয়ের পর ঈশ্বরকে ধন্যবাদ জানাতেই তারা সেখানে গিয়েছেন৷ 

তবে এই ভিডিও প্রসঙ্গে একাংশের দাবি এটি নাকি পুরনো ভিডিও। সম্প্রতি তারা লন্ডনে গেলেও ইস্কনের কোন কীর্তন অনুষ্ঠানে যাননি। এই ভিডিওটি গত বছর জুন মাসেও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। 

অন্যদিকে লন্ডনে গিয়ে সোমবার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি পোস্ট করেছেন অনুষ্কা শর্মা। ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু স্ট্রবেরি এবং চেরির ছবি শেয়ার করে হার্ট ইমোজি দিয়েছেন বিরাট পত্নী। 

ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু স্ট্রবেরি এবং চেরির ছবি শেয়ার করে হার্ট ইমোজি দিয়েছেন বিরাট পত্নী। 

এর আগে ফেব্রুয়ারি মাসেও বিরাট এবং অনুষ্কাকে তাঁদের মেয়ে ভামিকার সঙ্গে লন্ডনে সময় কাটাতে দেখা গেছে। তাদের দ্বিতীয় সন্তান অকায়ের জন্মও হয়েছে লন্ডনে। প্রায়শই লন্ডনে কাটানো একাধিক মুহূর্তের ছবি এবং ভিডিও শেয়ার করেন এই পাওয়ার কাপল।  বারবার লন্ডনে যাওয়ার কারণেই হয়তো বিরাট এবং অনুষ্কার  পাকাপাকি লন্ডনে থাকার পরিকল্পনা নিয়ে জোর চর্চা চলছে নেটদুনিয়ায়।

Recent Posts

link to শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, Sarat Chandra Chattopadhyay Biography in bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী, Sarat Chandra Chattopadhyay Biography in bengali

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (১৮৭৬-১৯৩৮) ছিলেন একজন বিখ্যাত বাঙালি ঔপন্যাসিক ও...