হোয়াটসঅ্যাপের নতুন ফিচার- পাবেন মেসেজ ট্রান্সলেশনের সুবিধা!

হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপের ইউজার সংখ্যা ক্রমাগত বাড়ছে৷ অফিশিয়াল কাজে, ব্যবসায়িক ব্যবহারে কিংবা বন্ধু ও পরিবার পরিজনদের সাথে মেসেজ ও ভিডিও কলে কথা বলার জন্য এই মেসেজিং প্ল্যাটফর্মটি ব্যবহৃত হয়।


সময়ের সঙ্গে সঙ্গে এই অ্যাপের জনপ্রিয়তা যাতে আরও বেড়ে যায় ক্রমাগত সেই চেষ্টায় প্রায়ই হোয়াটসঅ্যাপ আপডেট করছে মেটা। সূত্র অনুযায়ী শীঘ্রই হোয়াটসঅ্যাপে যুক্ত হতে চলেছে চ্যাট ট্রান্সলেটর। তবে কবে থেকে এই ফিচারটি হোয়াটসঅ্যাপে দেখা যাবে সেই বিষয়ে এখনও স্পষ্টভাবে কিছু জানা যায়নি। এই ফিচারের সাহায্যে ইউজারদের আলাদা করে কোন ট্রান্সলেটর অ্যাপের প্রয়োজন হবে না।

জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ
Pin it

নতুন ফিচারের সাহায্যে ইউজাররা যে কোন ভাষার মেসেজকে নিজের পছন্দের ভাষায় পড়তে পারবে। তবে প্রাথমিক পর্যায়ে হিন্দির পাশাপাশি ইংরেজি, পোর্তুগিজ,রাশিয়ান, আরবিক, স্প্যানিশ ইত্যাদি ভাষার অপশন থাকবে বলে জানা গেছে।বর্তমানে বিটা ভার্সনে এই ফিচারটি পরীক্ষা করা হচ্ছে।

সম্প্রতি মেটা হোয়াটসঅ্যাপে AI চ্যাটবট লঞ্চ করেছে
Pin it

সম্প্রতি মেটা হোয়াটসঅ্যাপে AI চ্যাটবট লঞ্চ করেছে। এর সাহায্যে প্রম্পট দিয়ে নানা প্রশ্ন করা যায়। কোডিং, রিজনিং এবং আরও নানান জটিল সমস্যার সমাধান করতে পারে চ্যাটবট। রিপোর্ট অনুযায়ী এবার নাকি হোয়াটসঅ্যাপে পাঠানো ছবিও এডিট করে দেবে AI। হোয়াটসঅ্যাপে এই ধরনের অত্যাধুনিক ফিচার যুক্ত হলে নিঃসন্দেহে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর সংখ্যা আরও  বাড়বে।

Recent Posts