কি সেই হলিউড সিনেমা যার বাজেট ছিল Kalki 2898 AD থেকেও প্রায় পাঁচ গুণ বেশি ?

হলিউড সিনেমা যার বাজেট ছিল Kalki 2898 AD থেকেও প্রায় পাঁচ গুণ বেশি

🏆 আজকের ফ্রি বাংলা কুইজ খেলুন এবং Gift Voucher পুরস্কারের জেতার সুযোগ নিন।

Play Now Opens in a new tab.

বর্তমানে বক্স অফিস জুড়ে চলছে Kalki 2898 AD ঝড়। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়ুকোন, অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ। ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, বিজয় দেবেরাকোন্ডা, এসএস রাজামৌলি প্রমুখ। 27 জুন রিলিজ হওয়া এই সিনেমাটি হিন্দি ছাড়াও তামিল, তেলুগু, কন্নড় এবং মালায়লাম ভাষাতেও মুক্তি পেয়েছে। পৌরাণিক কাহিনীর উপর ভিত্তি করে নির্মিত এই সিনেমায় দীর্ঘ 38 বছর পর বলিউডের বিগ বি এর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন কমল হাসান।


 দীপিকা পাড়ুকোন
Pin it

600 কোটি বাজেটে নির্মিত
প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই সিনেমাটি মুক্তির কয়েক দিনের মধ্যেই 700 কোটির গন্ডি টপকে ফেলেছে। প্রথম দিন ভারতীয় বক্স অফিসে এর আয় ছিল 95 কোটি টাকা। আগামী কয়েকদিনে এই সিনেমাটি নিঃসন্দেহে অনেক রেকর্ড গড়বে বলে অনুমান করা হচ্ছে।

প্রভাস ও দীপিকা পাড়ুকোন অভিনীত সিনেমা
Pin it

তবে ভারতীয় সিনেমার ইতিহাসে এটি সবথেকে ব্যয়বহুল সিনেমা হলেও বিশ্বের সবথেকে হাই বাজেট সিনেমা কোনটা জানেন? 2017 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা Star Wars : The Force Awakens 447 মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় 3000 কোটি টাকায় নির্মিত এই সিনেমাটি নির্মাণ ব্যয়ের হিসেবে Pirates of the Caribbean : on Stranger Tides (379 মিলিয়ন ডলার), Avengers : Age of Ultron ( 365 মিলিয়ন ডলার) ইত্যাদি সিনেমাকেও পিছনে ফেলে দিয়েছিল। বক্স অফিসে এই সিনেমাটি 13000 কোটি আয় করেছিল এবং পাঁচ বার অস্কারের জন্য মনোনীত হয়েছিল।

বলিউডের হাই বাজেট সিনেমা
Pin it

বলিউডের হাই বাজেট সিনেমার সঙ্গে তুলনা করলে এই সিনেমাটির বাজেট Kalki, RRR, Adipurush, Jawan, PaPathaan এবং Animal ইত্যাদি সিনেমার মিলিত বাজেট 2300 কোটির থেকেও 700 কোটি বেশি। শুধু বাজেটের দিক থেকেই নয়, বক্স অফিস কালেকশন এর দিক থেকেও
Star Wars : The Force Awakens এর কাছে নতিস্বীকার করবে বলিউডের সিনেমা।

Recent Posts